অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি
Share on:
বিরাট কোহলি টি-টোয়েন্টির পর এবার ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন।
বিরাট কোহলি টি-টোয়েন্টির পর এবার ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন।
আজ শনিবার ( ১৫ জানুয়ারি) টুইটারে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পরেই এই সিদ্ধান্ত প্রকাশিত হলো।
এক বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
সম্পূর্ণ সততার সাথে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনো একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’
কোহলি আরো বলেন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনোই চেষ্টা বা বিশ্বাসের কমতি থাকেনি। যা-ই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
এইচএন