tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯ পিএম

টাইগার অধিনায়ককে অভিনন্দন জানিয়ে ড. ইউনূসের ফোন


WhatsApp_Image_2024-09-03_at_4.15.30_PM_20240903_162604778

পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৬ উইকেটে জয় পায়। সেই সঙ্গে ২-০ তে টেস্ট সিরিজও জিতে নেয় টাইগাররা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোবাইলে বাংলাদেশ দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে নিয়ে গর্বিত।

তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচটিও ৬ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। ফলে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

এমএইচ