tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২৪, ১২:১০ পিএম

‘আগুন নিভলেও ভেতরের অবস্থা এখনো খারাপ’


fire-accident-20240322114603

‘আগুন তো সকালে নিভছেই কিন্তু ভেতরের অবস্থা খুবই খারাপ। গরম আর ধোঁয়ার কারণে ভেতরে উদ্ধারের কিছুই করা যাচ্ছে না।’


রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের কর্মচারী মিঠু এভাবেই জানান বর্তমান পরিস্থিতির কথা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গা প্রেস এলাকার ক্রীড়াসামগ্রীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে রাত ১১টা ৪৫ মিনিটে। এরপর ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সকাল ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মিঠু বলেন, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ভেতরের অবস্থা এখনো খারাপ। ধোঁয়ায় ও গরমে কাজ করা যাচ্ছে না। কোনো মালামালই আমরা বাঁচাতে পারিনি। সব পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো এখন কোনোমতে সরাচ্ছি।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনএইচ