tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ এএম

নির্বাচন স্বচ্ছ হবে না, বিশ্বাস ৭০ শতাংশ পাকিস্তানির: জরিপ


pakistan_20240208_091722732

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। টালমাটাল অর্থনীতি, ধরপাকড় ও ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জরিপ সংস্থা। সেখানে দেখা গেছে, পাকিস্তানের দুই-তৃতীয়াংশেরও বেশি নাগরিকের বৃহস্পতিবারের সংসদীয় নির্বাচনের আগে তাদের নির্বাচনী প্রক্রিয়া এবং সরকারের সততার প্রতি আস্থার অভাব রয়েছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক গ্যালাপ পোলিং কোম্পানির জরিপে দেখা গেছে, পাকিস্তানিরা অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ দ্বারা ক্রমবর্ধমানভাবে নিরুৎসাহিত হচ্ছে, যা তাদের দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং ভোটের আগে অসন্তোষ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর ভয়েস অব আমেরিকার

জরিপে বলা হয়েছে, ২০১৮ সালের পর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশের মতোই হতাশাজনক। এতে আরও বলা হয়, ‘প্রতি ১০ জন পাকিস্তানির মধ্যে সাতজনই তাদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আস্থার অভাব বোধ করেন’।

নির্বাচন সম্পর্কে তাদের সংশয়ের পাশাপাশি, ৮৮ শতাংশ পাকিস্তানি মনে করেন তাদের সরকার ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত। পাকিস্তানিদের মধ্যে অর্থনৈতিক হতাশা ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ৭০ শতাংশ নাগরিক বিশ্বাস করে, তারা যেখানে বাস করে সেখানকার পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

গ্যালাপ জানিয়েছে, তারা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে পাকিস্তানে ১৫ বছর বা তার বেশি বয়সি এক হাজার প্রাপ্তবয়স্ক মানুষের মুখোমুখি সাক্ষাৎকার নিয়েছে।

জরিপে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে প্রায় ২৪ কোটি ১০ লাখ মানুষের পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার দেশটির রাজনৈতিক দৃশ্যপট অস্থির হয়ে আছে।

পার্লামেন্টে অনাস্থা ভোটে ৭১ বছর বয়সী পাকিস্তানি নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। ইমরান খান আগস্ট থেকে কারাগারে রয়েছেন। সে সময় একটি আদালত তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। গত সপ্তাহে আরও তিনটি রায়ে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন ইমরান খান।

পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আরও অনেক প্রার্থীকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে। সাবেক ক্রিকেট অধিনায়কের দলকে তাদের আইকনিক ক্রিকেট ব্যাট নির্বাচনী প্রতীক থেকে বঞ্চিত করার কমিশনের সিদ্ধান্তকেও সমর্থন করেছে সুপ্রিম কোর্ট।

খবরে বলা হয়েছে, পিটিআই কয়েক মাস ধরে সেনা সমর্থিত রাষ্ট্রীয় হামলার শিকার হয়েছে। তাদের প্রার্থীসহ শত শত তৃণমূল কর্মীকে আটক, অপহরণ এবং দল ছাড়তে বা নির্বাচন বা রাজনীতি থেকে পুরোপুরি সরে আসতে বাধ্য করা হয়েছে।

প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে এবার ১২ কোটি ৮০ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে বিশেষ পরিস্থিতিতে ভোটগ্রহণের সময় বাড়াতে পারবেন স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা।

জাতীয় পরিষদের (এনএ) পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। ভোটাররা জাতীয় পরিষদের সদস্য এবং প্রাদেশিক পরিষদের জন্য মোট দুটি ভোট প্রয়োগ করতে পারবেন। দেশটিতে জাতীয় পরিষদের ভোটে মোট ৫ হাজার ১২১ জন প্রার্থী এবং প্রাদেশিক পরিষদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ হাজার ৬৯৫ জন প্রার্থী। এবারের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

জাতীয় পরিষদের ৩৩৬টি আসনের মধ্যে ২৬৬ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকি ৭০টি সংরক্ষিত আসন। তার মধ্যে ৬০ আসন নারীদের জন্য সংরক্ষিত। আর ১০টি অমুসলিমদের জন্য।

জনগণের সরাসরি ভোটে বিজয়ী প্রার্থীরা জাতীয় পরিষদের সদস্য হন। নির্বাচনের পর স্বতন্ত্র প্রার্থীরা যেকোনো দলে যোগ দেয়ার সুযোগ রয়েছে। সংসদ সদস্যদের ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে কমপক্ষে ১৬৯ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

এনএইচ