সাকিবের বিকল্প খুঁজে পেয়েছে কলকাতা
Share on:
আইপিএলের চলমান আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সরে দাঁড়ানোয় তার বদলি হিসেবে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
কদিন আগেও বাংলাদেশে খেলে গেছেন জেসন রয়। বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ১২৪ বলে ১৩২ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী হয় ইংলিশরা। রয় অবশ্য খেলেননি টি-টোয়েন্টিতে।
নিলামে অবিক্রিত থাকা রয়কে দুই কোটি ৮০ লাখ ভারতীয় রূপিতে চুক্তিবদ্ধ করেছে কলকাতা। এর আগে আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জেসন রয়ের। তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস, গুজরাট লাইন্স ও সানরাইজার্স হায়দারবাদের মতো দলেও। সাকিব ছাড়াও কলকাতার হয়ে এই মৌসুমে খেলা হবে না নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারেরও।
এবি