tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৮ অগাস্ট ২০২৩, ০৯:০১ এএম

রাজধানীতে বিএনপি’র গণমিছিল আজ


বিএনপি১
রাজধানীতে বিএনপি’র গণমিছিল

বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে।


আজ শুক্রবার (১৮ আগস্ট) প্রথমদিন রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার (১৯ আগস্ট) বিএনপি সারাদেশে পদযাত্রা করবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাজধানীতে দুটি গণমিছিল হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বিকেল ৩টায় গুলশান ২ থেকে গণমিছিল শুরু করবে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে গণমিছিল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একই সময়ে রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

অপরদিকে আজ বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ গণ মিছিল করবে।

পরের দিন অর্থাৎ আগামীকাল (শনিবার) সারাদেশে বিএনপি পদযাত্রার কর্মসূচি দিয়েছে। এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগের যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গণফোরাম চত্বরে গণমিছিল কর্মসূচি পালন করবে।

এন