tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৩, ১১:৪০ এএম

দেশজুড়ে বজ্রপাতে একদিনে ৯ মৃত্যু


161

বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।


এদের মধ্যে সাতক্ষীরায় দুজন, চাঁপাইনাববগঞ্জে দুজন, মেহেরপুরে একজন, যশোরে একজন, রাজবাড়ীতে একজন, কিশোরগঞ্জে একজন ও ঝিনাইদহে একজন।

সাতক্ষীরা:

জেলার কলারোয়া উপজেলায় পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন- কলারোয়া উপজেলার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪)।

চাঁপাইনবাবগঞ্জ:

জেলার শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেরপুর:

জেলার মুজিবনগর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

যশোর:

শার্শা উপজেলায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী:

জেলার গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাট এলাকার মাঠে কাজ করার বজ্রপাতে শহিদুল ইসলাম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আজিজুল মিয়া (৪৫) নামে এক শ্রমিক।

ঝিনাইদহ:

সদর উপজেলার বুরাপাড়া মাঠে বজ্রপাতে সুজন মীর (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এন