জাবিতে ভিসিসহ সিন্ডিকেট মেম্বাররা অবরুদ্ধ
Share on:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসিসহ সিন্ডিকেট মেম্বারদের অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সিন্ডিকেট সভার বৈঠকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার পরপরই শিক্ষার্থীরা এ পদক্ষেপ নেন। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সভাস্থল নতুন রেজিস্ট্রার ভবনের ফটকে তালা দিয়েছেন।
এতে ভেতরে অবরুদ্ধ রয়েছেন ভিসি অধ্যাপক নূরুল আলম, রেজিস্ট্রার আবু হাসান, সভায় অংশ নেওয়া সিন্ডিকেট সদস্যসহ একাধিক শিক্ষক। বর্তমানে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে প্রশাসন। রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে । শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বুধবার বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
এর পরই উপস্থিত শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন। তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন। এ খবরে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বেরিয়ে আসছেন।
এফএইচ