tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ১৯:৩২ পিএম

সেমিতে নিউজিল্যান্ড, ভারতকে নিয়ে আফগানিস্তানের বিদায়


নিউজিল্যান্ড.jpg

অবশেষে শেষ চার অর্থাৎ সেমি-ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে কিউইরা।


অবশেষে শেষ চার অর্থাৎ সেমি-ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে কিউইরা।

Nz_players__.jpg

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতকে সাথে নিয়ে আফগানিস্তানের বিদায় হতে হলো।

আজ রোববার (৭ নভেম্বর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে মোহাম্মদ নবী নেতৃত্বাধীন দলটির দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই ম্যাচটি নিজেদের করে নেয় ব্ল্যাকক্যাপসরা।

গ্রুপ টু থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো নিউজিল্যান্ডের।

ভারত.jpg

অপরদিকে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন শেষ হলো এবারের আয়োজক ভারতের।

আফগানিস্তান.jpg

এদিন আবুধাবিতে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানের মাথায় নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়।

মুজিব উর রহমান ১৭ রান করা ড্যারিল মিচেলের উইকেট তুলে নেন। অন্যদিকে নবম ওভারে আরেক ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন রশিদ খান।

তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ৬৮ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় কিউইরা।

১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ফেলে উইলিয়মসনের দল। ৪২ বলে উইলিয়ামসন ৪০ ও ৩২ বলে কনওয়ে ৩৬ রান করে অপরাজিত ছিলেন।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় তারা।।

নজিবুল্লাহ জাদরানের ৪৮ বলে ৭৩ রানের ইনিংস ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ইনিংসে তিনটি ছক্কা ও ছয়টি চার আসে তার ব্যাট থেকে।

ব্ল্যাকক্যাপসদের জার্সিদে ১৭ রান খরচ করে তিনটি উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ

হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রাহমানুল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, নবীন-উল- হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

এইচএন