tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


cumilla_20231228_103708862

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর ট্রেন দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ হয়ে যায়। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি রয়েছে; সেটি ডাউন লাইনে ব্যবহার করে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল জানান, প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্ষন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেস কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে এবং চট্টগ্রাম থেকে ছেরে আসা ঢাকাগামী চট্টলা ট্রেনটি কুমিল্লা স্টেশন ছেড়ে গেছে।

এনএইচ