হানিয়া হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ, যা বলল আইআরজিসি
Share on:
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার বাসভবনের বাইরে থেকে নিক্ষেপ করা একটি ‘স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের’ বিস্ফোরণে নিহত হন বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার হানিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘হানিয়া হত্যাকাণ্ডের পদক্ষেপটি বর্বর ইসরাইলি শাসকগোষ্ঠির পূর্ব পরিকল্পিত এবং এটি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনে ঘটানো হয়েছে’।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, হানিয়ার থাকার জায়গার বাইরে থেকে তার বাসভবনে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। যেটি ছিল প্রায় ৭ কেজি ওজনের এবং একটি ওয়ারহেডসহ একটি স্বল্প-পাল্লার প্রজেক্টাইলের মাধ্যমে পরিচালনা করা হয়।
হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়া হবে উল্লেখ করে বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে জানায়, সন্ত্রাসী ইসরাইলি সরকার অবশ্যই উপযুক্ত সময় ও স্থানে কঠোর শাস্তির মুখোমুখি হবে।
এর আগে বুধবার তেহরানে ইসরাইলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিজ বাসভবনে দেহরক্ষীসহ নিহত হন।
পরে বৃহস্পতিবার তেহরানে প্রথম জানাজার পর এবং শুক্রবার কাতারের দোহায় জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হানিয়াকে দাফন করা হয়। তার উভয় জানাজায় জনতার ঢল নামে। সূত্র: মেহের নিউজ
এমএইচ