tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২২, ২০:৫৩ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ গুণীজন


Bangla_academy.jpg

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১১ বিভাগে ১৫ গুণীজনকে পুরস্কার দেওয়া হবে।


২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১১ বিভাগে ১৫ গুণীজনকে পুরস্কার দেওয়া হবে।

আজ রোববার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ,

কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী,

প্রবন্ধ বা গবেষণায় হোসেনউদ্দীন হোসেন,

অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী,

নাটকে সাধনা আহমেদ,

শিশুসাহিত্যে রফিকুর রশীদ,

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার,

বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ,

বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে শুভাগত চৌধুরী,

আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো এবং

ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।’

এইচএন