tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২০ জুন ২০২২, ১১:২৯ এএম

বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু


বজ্র

বজ্রপাতে ভারতের বিহার রাজ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) রাত থেকে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজেই বিষয়টি নিশ্চিত করে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী স্বজনদের চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


টুইটারে নীতীশ কুমার জানান, ‘ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় দুই জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে মারা গেছে একজন করে। দুইজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ রুপি করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’

এর আগেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহার রাজ্যে।

আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার বার্তাও দিয়েছেন তিনি।

এদিকে, আরও কয়েকদিন বিহারে ভারি বৃষ্টিসহ বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। সূত্র: আনন্দবাজার

এমআই