tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৩, ২১:২৩ পিএম

৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র করতে চায় ইন্দোনেশিয়া


nasrul-20231122210329

বাংলাদেশে ৫০০ মেগাওয়াট সম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় ইন্দোনেশিয়া। তবে প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।


বুধবার (২২ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতু সুবুল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে। গ্যাস খাতে উন্নয়নে আমরা একযোগে কাজ করতে পারি। বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে রাষ্ট্রদূত বাংলাদেশে সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট হলেও পর্যায়ক্রমে তা ৫০০ মেগাওয়াট পর্যন্ত করা যেতে পারে বলে জানান।

এ সময় সঞ্চালন, সাব-স্টেশন, অফশোর উইন্ড, অনশোর উইন্ড, স্টোরেজ সিস্টেম ইত্যাদি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পারতামিনার হেড অব প্রজেক্ট ডেভেলপমেন্ট জুহান কে. নভরিয়ান উপস্থিত ছিলেন।

এমএইচ