tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৩ এপ্রিল ২০২৪, ১৪:৪০ পিএম

চট্টগ্রামে হাসপাতাল-ডায়াগনস্টিকে সেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ


chatt-hospital-3-20240423130520

চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এবার ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে রোগীদের।


মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের নেতারা।

আজ বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, নগরীর প্রবর্তক এলাকার সিএসসিআর হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মূল ফটকের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেবা কার্যক্রম বন্ধে নোটিশ। রোগীরা ডাক্তার দেখাতে এলেও হাসপাতালের কর্মীরা গেট থেকেই সেবা বন্ধের কথা বলে পরে আসতে বলছেন। একই অবস্থা ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানেও সবকিছু বন্ধ। অলস সময় পার করছেন কর্মীরা। তীব্র গরমে রোগীরা এলেও সেবা ছাড়া ঘরে ফিরতে হচ্ছে। হাসপাতালের বাইরে অলস সময় পার করছেন ওষুধ বিক্রয় প্রতিনিধিরা।

ল্যাবএইডে চিকিৎসা নিতে আসা চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা নজিবুল কবীর রাহ্গীর বলেন, ‘অবরোধ কর্মসূচির কথা জানতাম না। ডাক্তার বলেছিলেন ১৫ দিন পর আসতে। আজ ১৬ দিনের মাথায় এসে দেখলাম ডাক্তার বসবে না। এই গরমে আবার বাসায় যেতে হবে।’

জানা গেছে, নগরীর মেট্রোপলিটন হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, ন্যাশনাল হাসপাতালে, পার্কভিউ হাসপাতালসহ সব হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এপিক ডায়াগনস্টিক, শেভরণ ডায়াগনস্টিক, পপুলার ডায়াগনস্টিকের মতো প্রতিষ্ঠানগুলোতেও চিকিৎসকেরা রোগী দেখছেন না। হচ্ছে না কোনো টেস্ট বা পরীক্ষা।

ম্যাক্স হাসাপাতালে চিকিৎসা নিতে আসা ৬০ বছর বসয়ী শাহেদা বেগম বলেন, ‘এতো গরমে চিকিৎসা নিতে আসলাম। এখন দেখি হাসপাতাল বন্ধ। কখন খুলবে সেটাও বলছে না। তারা বলেছে, যোগাযোগ করে যাওয়ার জন্য। আমাদের হয়রানির দায় কে নেবে। আমার চেয়ে যাদের অবস্থা খারাপ তারা কোথায় যাবে? ইমার্জেন্সি ট্রিটমেন্ট কোথায় করাবে। আমরা এর দ্রুত সমাধান চাই।’

সিএসসিআর হাসপাতালে কর্মরত এক নিরাপত্তা কর্মী বলেন, স্যারেরা বলে দিয়েছেন আজকে সব চিকিৎসা সেবা বন্ধ থাকবে। আমরা রোগীদের সেটা জানিয়ে দিচ্ছি এবং বন্ধের নোটিশ এখানে দেওয়া হয়েছে।

জানা গেছে, পটিয়া জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ও মেডিকেল সেন্টার হাসপাতালের ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলাকারীদের জামিন বাতিলের দাবিতে চট্টগ্রাম জেলায় সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা করে বিএমএ।

বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সেবা দান বন্ধ আছে। চিকিৎসকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এনএইচ