tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২২, ১০:৩২ এএম

বাবর আজম ভবিষ্যতের কিংবদন্তী : হরভজন সিং


বাবর-হরবজন

পাকিস্তানের বাবর আজম এখন অনেকের কাছে আইডল। দুর্দান্ত ফর্ম। চৌকস অধিনায়কত্ব। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংতো বলেই দিলেন, বাবর আজম ভবিষ্যতের কিংবদন্তী।


ক্রিকেট ফ্যাব ফোর বেশ আলোচিত। যেখানে সেরা চারে ভাবা হয় ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুটকে।

সেই তালিকায় বাবর না থাকলেও হরভজনের মতে, বাবর যখন অবসরে যাবেন, তখন তার গায়ে লেপ্টে থাকবে কিংবদন্তী।

হরভজন স্পোটর্সকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, সে ফ্যাব ফোর-এ থাকতে পারবে কি-না তা বলাটা একটু আগে হয়ে যায়। এমনকি আমিও জানি না, ফ্যাব ফোরে কারা আছেন।

তবে বাবরের নিশ্চয়ই যোগ্যতা আছে এবং সে অনেক আত্মবিশ্বাসী ও অত্যন্ত কৌশলী একজন পরিপূর্ণ ব্যাটার। সামনের দিকে ক্রিকেটের কিংবদন্তিদের একজন হবে সে।’

তিনি আরো বলেন, ‘তবে এখনই তাকে যেকোনো লিগে রাখা খুবই দ্রুত মনে হচ্ছে। তাকে খেলতে দিন এবং দলের জন্য আরো বেশি রান করতে ও জিততে দিন। প্রতিভার দিক থেকে অন্য কারো চেয়ে কম নয় সে।’

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ৪০ টেস্টে বাবরের রান ২৮৫১। ৮৬ ওয়ানডেতে ৪২৬১ ও ৭৪ টি-টোয়েন্টিতে ২৬৮৬ রান করেছেন ২৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

এইচএন