tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ১০ জানুয়ারী ২০২২, ১৬:২৪ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, ভোট দিতে পারবেন পরীমনি ?


পরিমণি...jpg

আলোচিত সমালোচিত চিত্রনায়িকা সময়ের ক্রেজ পরীমনির বিরুদ্ধে মামলার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িক স্থগিত ঘোষণা করে।


আলোচিত সমালোচিত চিত্রনায়িকা সময়ের ক্রেজ পরীমনির বিরুদ্ধে মামলার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িক স্থগিত ঘোষণা করে।

এদিকে আগামী ২৮ জানুয়ারি সংগঠনটির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ভোট দিতে পারবেন পরীমনি? এমন প্রশ্ন অনেকেরই।

এই প্রশ্নের উত্তর জানতে সাংবাদিকরা কথা বলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে। তিনি জানান পরীমনির ভোট দিতে কোনো বাধা নেই।

চাঁদা পরিশোধ করে তিনি ভোট দিতে পারবেন। তার সাময়িক স্থগিতাদেশ তুলে নেয়া হয়েছে। কারণ তিনি কারাগার থেকে বেরিয়ে আমাদের চিঠির উত্তর দিয়েছেন। আমরা সব সময়ই বলেছি, এটা সাময়িক স্থাগিত।

এদিকে নায়িকা একার সদস্যপদও সাময়িক স্থাগিত করা হয়েছিলো। তার স্থগিতাদেশও তুলে নেয়া হয়েছে বলে জানান জায়েদ খান। দুজনই ভোট দিতে পারবেন।

এখন পর্যন্ত দুটি প্যানেলের নাম শোনা যাচ্ছে। বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান একটি প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-অভিনেত্রী নিপুণের একটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এইচএন