tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৪, ১৬:২১ পিএম

মঙ্গলবার নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা


Screenshot 2024-07-29 165710

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) শোক পালন করা হবে।


সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এতথ্য জানা গেছে।

গত ১ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একপর্যায়ে দেশব্যাপী সহিংসতা হতে দেখা যায়। যদিও শিক্ষার্থীরা বলেছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কোনো সহিংসতায় তারা জড়িত নন। যদিও এরইমধ্যে এসব সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৪৭ জনের মৃত্যু হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এসএম