আপনি দেশপ্রেমী নন, ক্ষমতাপ্রেমী: প্রধানমন্ত্রীকে চরমোনাই পীর
Share on:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আপনি দেশপ্রেমী নন, আপনি ক্ষমতাপ্রেমী।
তিনি বলেন, আপনি দেশের জনগণের প্রেমিক হতে পারেন নাই। আপনি উন্নয়ন করেছেন। আপনার বাবার টাকায় উন্নয়ন করেন নাই। মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে দেশের উন্নয়ন করেছেন। যেখানে লাগবে ১০ টাকা, সেখানে আপনারা খরচ দেখিয়েছেন ১০০ টাকা। এর হিসাব বাংলার জমিনে দিতে হবে।
শুক্রবার (২০ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র-যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের যেদিকে তাকাই সেদিকেই সমস্যা। যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না। অনেক ত্যাগ-কোরবানির মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দিল্লি আছে তো আমরা আছি। প্রশ্ন আসে, তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন কি না। সরকার দেশে উন্নয়নের কথা বলে। সঠিক নির্বাচন আয়োজনে ভয় পায় কেন?
এসময় তিনি ২৭ অক্টোবর সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল এবং ৩ নভেম্বর, শুক্রবার ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য দেন।
এমআই