tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২২, ২০:৫৪ পিএম

দু’দিনে ৩৫ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের তীব্র নিন্দা


জামায়াত

৩০ ও ৩১ জুলাই দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর ৩৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৩১ জুলাই এক বিবৃতি প্রদান করেন।


বিবৃতিতে তিনি বলেন, “পুলিশ ৩১ জুলাই সকালে শান্তিপূর্ণ মিছিল চলাকালে অতর্কিত হামলা চালিয়ে গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, গাছা থানা আমীর হাফেজ আব্দুল মোত্তালিব, শিল্পাঞ্চল থানা আমীর আশরাফুল আলম রাজুসহ ৭ জন ও ৩০ জুলাই শনিবার গাজীপুর মহানগরের বিভিন্ন স্থান থেকে ৫ জন, ৩০ জুলাই দিবাগত রাতে বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে ৮ জন, বগুড়ার শাজাহানপুর থানা থেকে ১০ জন এবং লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ,

জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা আমীর নাজমুল হাসান পাটোয়ারী ও ইসলামী ছাত্রশিবিরের ২জন সদস্যসহ ৫ জন সর্বমোট ৩৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে জামায়াতের নেতা-কর্মী ছাড়াও নিরীহ জনগণকে গ্রেফতার এবং হয়রানি করছে। আমি এ অন্যায় গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা-দুর্নীতি এবং সারাদেশে অসহনীয় লোডসেডিং এর প্রতিবাদে সারা দেশে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পালন করা হচ্ছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমন করতেই সরকার সারা দেশে গ্রেফতার অভিযান পরিচালনা করছে। সরকার ১৪ বছর যাবত জুলুম-নির্যাতন ও ভয়-ভীতি দেখিয়ে জনগণের অধিকারকে স্তব্ধ করে রেখেছে। মূলত সরকার তাদের সীমাহীন ব্যর্থতা ধামাচাপা দিতেই এই গ্রেফতার অভিযান পরিচালনা করছে।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াত দেশবাসীর স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অতীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কেউ ঠেকিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণকারী এবং বিদ্যুৎ-জ্বালানিসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে গাজীপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইনসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমআই