tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৯:৩০ পিএম

দেশের মানুষ ভালো আছে : অর্থমন্ত্রী


mahmud

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে। অর্থনীতিও ভালোর দিকে। বাজারে পণ্যের দাম কমে আসছে। সামনে আরও কমবে।


রোববার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে অর্থ মন্ত্রণালয়ে যোগ দেন এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। নতুন এই প্রতিমন্ত্রীর বিষয়ে মাহমুদ আলী বলেন, একজন সহকর্মী পেয়েছি। আশা করি আমরা সমন্বয় করে কাজ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারব।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যেসব পণ্যের ঘাটতি রয়েছে সেগুলো আমরা আমদানি করছি। আশা করছি নিত্যপণ্যের দাম দ্রুতই কমে আসবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমার প্রধান দায়িত্ব হলো দুর্নীতিমুক্ত থেকে দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাওয়া। আমি সেটাই করবো। বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে। আশা করছি এর পর্যায় থেকে আমরা বেরিয়ে আসতে পারব।