tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১১:০০ এএম

এক বছর পর ফিরে আবার ইনজুরিতে নেইমার


nym-20241105104309

আলেকজান্ডার মিত্রোভিচের হ্যাটট্রিকে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘালের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে শুরু করেছে আল হিলাল। কিন্তু আল হিলালের এই জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমারের ইনজুরি।


ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দীর্ঘ এক বছর চোটের সঙ্গে লড়াই করেছেন। ফেরার পর দ্বিতীয় ম্যাচেই পড়েছেন ইনজুরিতে। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। মাঠে নামার ৩০ মিনিট পরেই উঠে যেতে হয় নেইমারকে।

ডান পায়ের পেছনের দিকে চোট পেয়েছেন নেইমার। যন্ত্রণায় মাঠের মধ্যেই শুয়ে পড়েন। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে তুলে নেন। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪২ মিনিট খেলতে পারলেন এই ব্রাজিলিয়ান।

চোট কতটা গুরুতর এখনও বোঝা যাচ্ছে না। তবে নেইমার তার সমর্থকদের আশ্বস্ত করছেন। ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, 'আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।'

এসএম