tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২৩, ১৫:৩৬ পিএম

ইতিবাচক পুঁজিবাজারে কমেছে লেনদেন


4

দিনভর শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২২ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট।


সূচক সামান্য বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। এর ফলে রোববার দরপতনের একদিন পর সোমবার ইতিবাচক প্রবণতার মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হলো।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৫৬টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৭৩ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর যথাক্রমে ছিল সোনালী আঁশ, জেমিনি সি ফুড, এমারেল্ড ওয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, লিবরা ইনফিউশন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে। সিএসইতে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৬টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৩৮৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এমআই