tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩০ জানুয়ারী ২০২২, ১১:২১ এএম

জাতিসংঘের বিশেষজ্ঞ হত্যা, কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড


জাতিসংঘের বিশেষজ্ঞ.jpg

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে প্রায় পাঁচ বছর আগে হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত।


জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে প্রায় পাঁচ বছর আগে হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে যান।

সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েই হত্যাকাণ্ডের শিকার হন তারা।

প্রথমে নিখোঁজ হওয়ার খবর এলেও পরে ওই বছরের ২৮ মার্চ একটি গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়।

মানবাধিকার এই দুই কূটনীতিককে হত্যার ঘটনা ব্যাপকভাবে নাড়া দেয় বিশ্বকে। এ হত্যাকাণ্ডের বিচারকাজ চার বছর ধরে চলছে দেশটির সামরিক আদালতে।

দেশটির কর্তৃপক্ষ দাবি করে সশস্ত্রগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান।

এইচএন