tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২৪, ১৩:০৩ পিএম

ময়মনসিংহে শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ


student-movement-20240716125056

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা প্রথা বাতিলের দাবিতে শ্লোগান দেন।


মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে টাউন হল তিন রাস্তার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, নটরডেম কলেজ, জিলা স্কুল ও নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এই অন‍্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন‍্যথায় ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, ক‍্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাই ক‍্যাম্পাসের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীতে এসে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে আটকা পড়েছেন যানবাহনের যাত্রীরা। এ সময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কে হেটে যেতে দেখা গেছে।

এনএইচ