সেলিম উদ্দিনের মাতার ইন্তেকাল, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহা. সেলিম উদ্দিনের মাতা ময়মুন নেসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।
যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা ময়মুন নেসার ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন অভিভাবক, দ্বীনের খাদেমা ও রত্নগর্ভা মাকে হারালাম। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা ময়মুন নেসা আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম নামাজে জানাজা আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এন