tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৩ অগাস্ট ২০২২, ১০:৪৫ এএম

বিশ্বকাপ সুপার লিগ : সুপার এইটের দৌড়ে কে কোথায়


Supper League

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ানডে সিরিজ প্রায় একইসঙ্গে শেষ হলো। ভারত ৩-০ ব্যবধানে হারালো জিম্বাবুয়েকে, পাকিস্তান একই ব্যবধানে নেদারল্যান্ডসকে এবং নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।


তিনটি সিরিজ শেষে সুপার লিগ টেবিলে ব্যাপক রদবদল হয়েছে। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড লিগ টেবিলে বড়সড় লাফ দিয়েছে। পিছিয়ে গেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। যদিও পয়েন্টের নিরিখে টাইগারদের ধরে ফেলেছে পাকিস্তান। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

যদিও ভারতকে ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে না বলে তাদের কাছে নিছক গুরুত্বহীন এই সুপার লিগ টেবিল। আয়োজক দেশ হিসেবে ভারত এমনিতেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলবে। বাকিদের লড়তে হবে সেরা আটের জন্য।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগ টেবিল
১. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট (রান রেট +১.২১৯)।
২. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৩৮৪)।
৩. পাকিস্তান: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.২১৭)।
৪. নিউজিল্যান্ড: ১২ ম্যাচে ১১০ পয়েন্ট (রান রেট +১.২৬৩)।
৫. ভারত: ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট (রান রেট +০.৭১৯)।
৬. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট (রান রেট +০.৫৬৩)।
৭. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট (রান রেট -০.৭৩৮)।
৮. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট (রান রেট +০.৪৯৬)।
৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট (রান রেট -০.৩৮২)।
১০. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট (রান রেট -০.০৩১)।
১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট (রান রেট -০.২০৬)।
১২. জিম্বাবুয়ে: ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট (রান রেট -১.০৭৬)।
১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট (রান রেট -১.১৬৩)।

এইচএন