tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২২, ০৯:৩৬ এএম

শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত এবাদত


ইবাদত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগ পর্বের ম্যাচে শেখ জামালের হয়ে খেলতে নেমে হাতে চোট পেয়েছেন পেসার এবাদত হোসেন। হাতে সেলাই লাগবে তার। এতে ডিপিএল শেষ হয়ে গেছে এ পেসারের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়েও রয়েছে শঙ্কা।


বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) মিরপুরে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ক্রিকেট ক্লাব আর রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

শেখ জামালের ফিজিও সজিবুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এবাদত বোলিং করার সময় নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন।

তাকে মাঠ থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন বিষয়টি আর ক্লাবের হাতে নেই। বিসিবির মেডিক্যাল বিভাগ বিষয়টি দেখছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে।

ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার উপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে।

প্রসঙ্গত, মিরপুরে দুই দলের লড়াইয়ে আগে ব্যাট কর‍তে নামে রূপগঞ্জ। তাদের ইনিংসের ৪৯তম ওভারে নিজের অষ্টম ওভারে বোলিং করতে আসেন এবাদত।

স্ট্রাইক প্রান্তে তখন রূপগঞ্জের ব্যাটসম্যান নাসুম আহমেদ। নাসুমের সোজা ব্যাটে মারা বলটা ধরতে গিয়ে হাতে ব্যাথা পান এবাদত। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

ডিপিএলের পরই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ আছে। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলবে বাংলাদেশ দল।

এ সিরিজে চোটের কারণে দলের দুই প্রধান পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের থাকা নিয়ে শঙ্কা আছে। এর মধ্যে টেস্ট দলের নিয়মিত পেসার এবাদতের চোটে পড়া নতুন করে সংশয় বাড়াচ্ছে।

এইচএন