tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৩, ১৯:৫০ পিএম

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুরোপুরি রাজনৈতিক ধান্ধা: মান্না


মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তিটা পুরোপুরি রাজনৈতিক ধান্ধার জন্য করা হয়েছে।


রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

আওয়ামী লীগকে নিয়ে ভালো কথা বলার সুযোগ নেই মন্তব্য করে মান্না বলেন, ঘৃনা করার মতো একটা শাসক দেশের ক্ষমতায় আছে। তাদের নিয়ে কোনো ভালো কথা বলার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

এমআই