tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ১৯:২৩ পিএম

ডুবন্ত নৌকা থেকে ৪৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া


নৌকাডুবি.jpg

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার নৌবাহিনী অতিরিক্ত যাত্রী নিয়ে ডুবতে যাওয়া একটি নৌকা থেকে ৪৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।


উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার নৌবাহিনী অতিরিক্ত যাত্রী নিয়ে ডুবতে যাওয়া একটি নৌকা থেকে ৪৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) উদ্ধার হওয়া এসব ব্যক্তিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় ছিলেন।

দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৩ জন নারী ও ৯৩ জন শিশু রয়েছে। তারা সবাই মিশর, সিরিয়া, সুদান, পাকিস্তান, ইথিওপিয়া এবং ফিলিস্তিনের নাগরিক।

ভূমধ্যসাগরের এক তীরে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লিবিয়া, অপর তীরে রয়েছে ইউরোপের ইতালি ও স্পেন।

বৈধ কাগজপত্র নেই এমন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালি বা স্পেনে যাওয়ার জন্য সমুদ্রপথে জীবনের ঝুঁকি নেন।

সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মানুষের সংখ্যা বহু গুণ বেড়েছে। তাদের অধিকাংশই এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলোর নাগরিক।

এইচএন