tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪ পিএম

ফরচুন সুজে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


borishal01-20240916172324

নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেছেন ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা।


সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিসিকের ফরুচুন কারখানার অভ্যন্তরে সহস্রাধিক শ্রমিক এই কমৃসূচি পালন করেন।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে অসন্তাষ দূর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ১৬ তারিখ হয়ে গেলেও ফরচুন কর্তৃপক্ষ টাকা পরিশোধ করছে না। এজন্য শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছে। ফরচুন কর্তৃপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন বলে জানান ওসি।

আন্দোলনরত শ্রমিক শেফালী আক্তার বলেন, আগেও মিজান মিয়া (ফরচুনের চেয়ারম্যান) বেতন নিয়ে ঝামেলা করেছেন। তাকে বিশ্বাস নাই। সে আওয়ামী লীগ করে। আমাগো টাকা না দিয়ে আটকে রাখলেই তার লাভ।

আরেক শ্রমিক ইউসুফ বলেন, বেতন না পাওয়ায় আমরা কুব কষ্টে আছি। এজন্য শ্রমিকরা আন্দোলন করেছি। শেষে কারখানার বড় অফিসার পাঠিয়ে আগামীকাল বেতন পরিশোধের কথা বলেছেন। কালকে বেতন না পেলে আরও বড় আন্দোলন করব।

এনএইচ