tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৩, ১৪:৫৮ পিএম

আশা দিয়ে ব্যর্থ মুস্তাফিজ, শেষ বলে হার দিল্লির


8

আইপিএলের চলতি আসরে টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার(১১ এপ্রিল) শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তৃতীয় ম্যাচে যা তাদের প্রথম জয়।


আসরে প্রথমবার মাঠে নেমে তিক্ত-মধুর অভিজ্ঞতা হয়েছে মুস্তাফিজুর রহমানের। ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার আক্রমণে এসে ১৩ রান দেন তিনি। ১৫তম ওভারে এসে দেন মাত্র দুই রান।

এরপর ১৭তম ওভারে ৮ রান দিলেও মুম্বাইয়ের সেরা ব্যাটার রোহিত শর্মাকে ফেরান ফিজ। শেষ ২ ওভারে ২০ রান দরকার ছিল মুম্বাইয়ের। বাংলাদেশি পেসার ১৯তম ওভারে দুই ছক্কা খেয়ে দিয়ে দেন ১৫ রান। নরকিয়ার জন্য তাই শেষ বলের জন্য ২ রান রাখাই ছিল সাফল্য।

এর আগে টস হেরে ব্যাট করে দুই বল থাকতে ১৭২ রানে অলআউট হয় দিল্লি। দলটির হয়ে অধিনায়ক ওয়ার্নার ধীর গতির এবং স্পিন অলরাউন্ডার অক্ষর ঝড়ো ফিফটি করেন।

মুম্বাইয়ের হয়ে অধিনায়ক ও ওপেনার রোহিত ৪৫ বলে চারটি ছক্কা ও ছয়টি চারে ৬৫ রান করেন। ইশান কিশান করেন ৩১ রান। তিলক ভার্মা ২৯ বলে ৪১ এবং ক্যামেরুন গ্রিন ৮ বলে খেলেন ১৭ রানের ইনিংস। টিম ডেভিড ১১ বলে ১৩ রান করেন।

এবি