খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে : খোদাবখস
Share on:
কেবল মাত্র খেলাধুলার মধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব বলে জানিয়েছেন প্রভাষক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ খোদাবখস। তিনি বলেন, খেলাধুলা ও সুষ্ঠু বিনোদনের মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
শনিবার (২২ অক্টোবর) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সূর্য তরুণ সামাজিক উন্নয়ন সংঘ ভুল্লিরহাট আয়োজিত ‘সারোয়ার স্মৃতি ফুলবল টুর্নামেন্ট-২০২২’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোদাবখস বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।
অনুষ্ঠানে বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের প্রধান ও চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ লতিফ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম (মাস্টার), ফেরদৌস হোসেন মন্ডলসহ এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন