tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৮ জানুয়ারী ২০২২, ০৯:৪১ এএম

বাড়তে পারে তাপমাত্রা


কুয়াশা১.jpg

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের মতে, রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী বাড়তে পারে।তবে হালকা রোদসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে তেঁতুলিয়ায়।

গতকাল শুক্রবার ( ৭ জানুয়ারি) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৫ দশমিক ১, ময়মনসিংহে ১৩, সিলেটে ১৪ দশমিক ৬, রাজশাহী ১২ দশমিক ৪, খুলনায় ১৩ দশমিক ৪, রংপুরে ১৩ এবং বরিশালে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এইচএন