tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৬ অগাস্ট ২০২৪, ১২:৩০ পিএম

নোয়াখালী পৌরসভায় হামলা-ভাঙচুর


noakhali-20240816113048

নোয়াখালী পৌরসভায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মেয়রের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।


গতকাল এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় পৌরসভা কার্যালয়ে মেয়র ও কাউন্সিলররা কেউই ছিলেন না বলে জানা গেছে।

নোয়াখালী পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত হামলা-ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত পৌরসভায় প্রবেশ করে এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর চালায়। এতে মেয়রের রুমের দরজা-জানালাসহ পৌরসভার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পৌরসভা অফিসে আজকে যে বা যারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ হতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

এফএইচ