tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৪ এএম

নারী বিশ্বকাপে বিশেষ জার্সি, কলারে প্রিয়জনদের নাম


untitled-1-20241005111619

সংযুক্ত আরব আমিরাতে বসেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে বিশেষ নকশার জার্সি পরে খেলছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জার্সির কলারের অংশে থাকছে তাদের পাঁচ প্রিয়জনের নাম। সামাজিক মাধ্যমে এ তথ্য জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


নারীদের এই আসর ঘিরে প্রোটিয়া সমর্থকদেরও একটি বিশেষ বার্তা দিয়েছে সিএসএ। বিবৃতি বলা হয়েছে, 'সবসময় উদীয়মান- আমার জন্য, তার জন্য, তাদের জন্য, সবার জন্য, দক্ষিণ আফ্রিকার জন্য, প্রোটিয়াদের জন্য।'

আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কলারের অংশে তাদের প্রিয়জনদের নাম লেখা জার্সি পরবে। সেটি হতে পারে, বাবা-মা, ভাই-বোন, বন্ধু কিংবা যে কোনো কাছের মানুষ।

এই আসরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া লরা উলভার্ট তার জার্সির কলারে লিখিয়েছেন মা, বাবা, লুকা (ছোট ভাই), দাদী ও কোচ লরি ওয়ার্ডের নাম। তিনি বলেন, 'টুর্নামেন্ট চলাকালে বাড়ির একটি চিহ্ন নিজের সঙ্গে রাখা আমাকে শক্তি জোগাবে। আমি জানি, সেখানে (মাঠে) আমি একা নই। আমার কাছের মানুষরাও আমার সঙ্গে আছে।'

এনএইচ