tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ১৭:৩৩ পিএম

মেহেরপুর জেলা সেক্রেটারিসহ ৩ নেতার গ্রেফতারে জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ


জামায়াত

মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন এবং নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শহর আমির আজিজুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (৩ অক্টোবর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতি প্রদানের মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ মঙ্গলবার জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। তারপরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন রাস্তায় ব্যারিকেট দিয়ে রিকশা ও অটোরিকশার সাধারণ যাত্রী এবং পথচারী লোকজনকে তল্লাশি চালিয়ে হয়রানি করে। এ সময় শহরবাসীর মনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করা হয় এবং নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শহর আমির আজিজুর রহমান ও জামায়াত নেতা মোস্তফাকে ডিবি পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আজ বিকেলে মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুর রউফ মুকুল এবং সাবেক ওয়ার্ড মেম্বার আবদুল জব্বারকে একটি ভোজন অনুষ্ঠান থেকে মেহেরপুর সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। বিনা কারণে দেশের নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানো পুলিশের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আমি পুলিশের এসব অন্যায় গ্রেফতার, অসৌজন্যমূলক আচরণ এবং বাড়াবাড়ির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, সরকার ২০১৪ ও ২০১৮ স্টাইলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। সরকারের সকল অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করে মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন ও নরসিংদী শহর আমির আজিজুর রহমানসহ আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি