tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৩, ১৯:১৩ পিএম

রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান


0

রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান এসইউ-৩৫ কিনতে যাচ্ছে ইরান। শনিবার (১১ মার্চ) বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে দাবি করে ইরানের সম্প্রচার মাধ্যম।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়া থেকে ইরান উন্নত সুখোই-৩৫ (এসইউ-৩৫) যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। রাজধানী তেহরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে মস্কো।

তবে এ চুক্তির বিষয়ে রাশিয়া কর্তৃপক্ষের কোনো বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করা হয়নি।

সম্প্রচার মাধ্যম আইআরআইবি বলছে, ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে।

আইআরআইবি আরও জানিয়েছে, ইরান আরও কয়েকটি দেশ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে কথাবার্তা বলছে।

যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের মুখে থাকা রাশিয়া ইরানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছে।

গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাখে দেখা করেছেন।

এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করে জানিয়েছে, গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে এগুলো পাঠানো হয়েছিল। যদিও মস্কো বিষয়টি অস্বীকার করেছে।

তবে অনেক ইরানি ড্রোন ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এগুলোর অংশবিশেষ উদ্ধারের দাবিও করেছে ইউক্রেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করবে বলে জানিয়েছিল দেশটি।

বর্তমানে ইরানের বিমানবাহিনীর মাত্র কয়েক ডজন যুদ্ধবিমান রয়েছে। তবে সেগুলো ১৯৭৯ সালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পুরাতন মডেলের।

এন