tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২১, ১৪:৪৯ পিএম

ঢাবির ‘খ’ ইউনিটে ১৭ শতাংশ পাস, ১ম হলেন মাদ্রাসা শিক্ষার্থী


পরীক্ষার্থী.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৭ হাজার ১২ জন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৭ হাজার ১২ জন।

এবার পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ এবং ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করেন।

এবারের ভর্তি পরীক্ষায় ১০০.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া।

এ ছাড়া ৯৫.৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সামিয়া আক্তার এবং ৯৪.৭৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন খালিদ খান।

উল্লেখ্য, গত ২ অক্টোবর অনুষ্ঠিত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৪০ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৫২৪জন।

এইচএন