যুক্তরাষ্ট্রের শিকাগোতে বন্দুক হমলা, নিহত ৫
Share on:
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শনি ও রোববারের (১৭ ও ১৮ জুন) মধ্যে এসব ঘটনা ঘটেছে।
এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। শিকাগোর শহরতলী উইলোব্রুকে রোববার একটি অনুষ্ঠান চলছিল, যা জুনতিন্থ পার্টি নামে পরিচিত। সরকারি ছুটির দিন থাকায় ওই অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে কয়েকজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১ জন নিহত ও আরও ২২ জন আহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ।
সিএনএন জানায়, স্থানীয় পুলিশের প্রধান এরিক সোয়ানসন বলেছেন, তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনদের গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।
আগের দিন শনিবারও শিকাগোর আরও দুটি স্থানে আলাদা দুটি গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১৩ জন। নিহতদের ২ জন কিশোর।
শনিবারের গোলাগুলির ঘটনায়ও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে আরটির এক প্রতিবেদনে।
এন