tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪ পিএম

ভূমিকম্পে কাঁপল চুয়াডাঙ্গা


earthquake-20240214212608

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।


চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল পাবনা জেলার আটঘরিয়া। রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হয়েছে রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। আবার অনেকে বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার শিক্ষার্থী ইমরান বলে, রাতে নিজের রুমে শুয়েছিলাম। হঠাৎ খাট নড়ে উঠে। ভয় পেয়ে বাইরে বের হয়ে জেনেছি ভূমিকম্প।

স্থানীয় সংবাদকর্মী আহসান আলম বলেন, পত্রিকা অফিসের দ্বিতীয়তলায় কাজ করছিলাম। হঠাৎ পুরো অফিস কেঁপে উঠে। পরে দ্রুত নিচে চলে যাই।

এমএইচ