রাহুল গান্ধীর বাসায় ‘জিলাপি’ পাঠিয়ে বিজেপির খোঁচা
Share on:
হরিয়ানায় তৃতীয়বার ক্ষমতায় ফিরছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি।
এবার রাজ্য সরকার গড়তে শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে না তাদের। আর এই নিরঙ্কুশ জয়ের পরই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে অভিনব উপায়ে খোঁচা দিয়েছে রাজ্য বিজেপি।
জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসায় এক কেজি জিলাপি পাঠিয়েছে বিজেপি। ভাবতেই পারেন, জয়ের পর বন্ধুত্বের উপহার হিসেবে হয়তো পাঠিয়েছে। না, তাতে কোনো সৌহার্দ্যের চিহ্ন ছিল না। মূলত রাহুলকে খোঁচা দিতেই এমন কাণ্ড বিজেপির।
এমনকি এরমূল্যও পরিশোধ করা হয়নি। ভ্যাটসহ যার মূল্য ৬০৯ রুপি। এই জিলাপির জন্য মূল্য পরিশোধ করতে হবে রাহুলকে।
হরিয়ানার বিজেপি সংগঠনের তরফে একটি পোস্ট করা হয় দলটির অফিসিয়াল এক্স হ্যান্ডলে। সেখানে লেখা রয়েছে, ‘ভারতীয় জনতা পার্টি হরিয়ানার সব নেতাকর্মীদের তরফ থেকে রাহুল গান্ধীর জন্য ওর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।’
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, জিলাপিই কেন? আসলে হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল দাবি করেছিলেন, কেন্দ্রের পণ্য ও পরিষেবা করের কারণে জিলাপি ব্যবসায়ীদের বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল জিলাপি ইস্যুকে সামনে এনেছিলেন। রাহুলের অভিযোগ ছিল, বিজেপির সিদ্ধান্তের কারণে এ অঞ্চলের জিলাপি ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়েছে। তিনি হরিয়ানা থেকে সারা ভারতে জিলাপি রপ্তানির পরামর্শ দেন।
এমন আবহে সাবেক আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশংকর প্রসাদের দাবি, ‘আমিও জিলাপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়।’ সেই সঙ্গে বর্ষীয়ান নেতার বক্তব্য, 'রাহুল ঠিকমতো নিজের হোমওয়ার্ক করেননি।’
এদিকে হরিয়ানার জনতার এই রায় মানতে নারাজ কংগ্রেস। দলটির দাবি, এই ফলাফল হরিয়ানা রাজ্যের বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়।
গণনা যখন প্রায় শেষ তখন কংগ্রেসের সদর দপ্তর থেকে সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বললেন, ‘হরিয়ানার এই ফলাফল পুরোপুরি অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। এটা বাস্তব পরিস্থিতির বিপরীতে যাচ্ছে। এটা হরিয়ানার মানুষের মতামতের বিপক্ষে যাচ্ছে। হরিয়ানার মানুষ পরিবর্তনের পক্ষে মত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে এই ফলাফল মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়’।
এনএইচ