tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০৮ জুলাই ২০২৩, ১৩:৩২ পিএম

ঠাকুরগাঁও ডিসি অফিসে হামলা, গ্রেফতার ১


13

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে এক যুবক।


শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় দিকে ওই যুবক বেলচা হাতে ডিসি অফিসের ২য় তলার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে জেলা প্রশাসক কার্যালয়, সম্মেলন কক্ষ, অদম্য বাংলাদেশ কর্নার এর জানালার থাই গ্লাস ভাঙচুর চালায়।

ওই সময় জেলা প্রশাসক কার্যালয়ের ২/১ কর্মচারী ওই যুবককে ভাঙচুর করতে নিষেধ করলে সে তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়।

পরে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ এগিয়ে এলে ওই যুবক তাদের উপর হামলা চালায়।

এ সময় পুলিশ তাকে আটক করে। আটককৃত যুবকের নাম নাসির উদ্দীন। তার বাড়ি হরিপুর উপজেলার গেদুরা মারাধার পারুল পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুল লতিফ। আহত উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত আছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, হামলার ঘটনায় নাসির উদ্দীন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনাটি কেন ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। আমরা আইনগত ব্যবস্থায় যাচ্ছি। সে সময় কে ডিউটিতে ছিল তখন তার ভূমিকা কি ছিল সেটিও আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

এন