সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী
Share on:
বুধবার (২৬ এপ্রিল) ছিল সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির নেতা প্রয়াত এম শামসুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী।
সাবেক এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে নেতাকর্মীরা তার কবর জিয়ারত করেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের তিনসিঁড়ি গ্রামে সামাজিক মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন আহমেদ, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, সাবেক রামপাল ইউপি চেয়ারম্যান আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত, সাবেক ছাত্রনেতা মো. ইকবাল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত- সাবেক তথ্যমন্ত্রী বিএনপি নেতা এম শামসুল ইসলাম ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ২৬ শে এপ্রিল বৃহস্পতিবার ইন্তেকাল করেন।
তিনি শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ার হাইকমিশনার ছিলেন। মুন্সীগঞ্জ-৩ আসন থেকে তিনবার তিনি সংসদ সদস্য হন।
১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের বাণিজ্য, টেলি যোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এম শামসুল ইসলাম।
২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এন