tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৭ জানুয়ারী ২০২২, ১৯:২০ পিএম

দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোন দিয়েছে ভারত, বাদ পড়েছে পাকিস্তান


Subhramaniam-Jay-Shankar.jpg

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নতুন বছরের শুরুতে একমাত্র পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেই ফোনে কথা বলেছেন।


ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নতুন বছরের শুরুতে একমাত্র পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেই ফোনে কথা বলেছেন।

গতকাল বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) এস জয়শঙ্কর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজেরিয়া প্রভৃতি দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন।

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে একই ধরনের কথোপকথনের একদিন পরই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন বলে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু নিশ্চিত করেছে।

এছাড়াও জয়শঙ্কর গত সোমবার ( ৩ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  অ্যান্থনি  ব্লিঙ্কেন এবং মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথেও কথা বলেছেন বলে হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এইচএন