tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ১৪ অগাস্ট ২০২৪, ১৬:২৪ পিএম

১০ কর্ম দিবসে বিচার বিভাগের সবার সম্পদের হিসাব দিতে হবে


image-837947-1723629463

আগামী ১০ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।


বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই এ নির্দেশ দেওয়া হয়েছে।’

ছাত্রলীগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করা হয়েছে। এই ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যব্যহার করা হয়েছে। তাই, শুধুমাত্র পুলিশ বা ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না। বরং, অপরাধের পেছনে যাদের নির্দেশ ছিল, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয়, তাদেরও বিচার করা সম্ভব।’

এমএইচ