tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৫ অগাস্ট ২০২৪, ১১:৪৭ এএম

পঞ্চম দিনের শুরুতেই সাফল্য পেলেন হাসান


ban_pak

চতুর্থ দিনে ২৩ রানে এক উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল স্বাগতিক পাকিস্তান। সেই চাপকে পঞ্চম দিনে আরও বাড়ান হাসান মাহমুদ।


দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান হাসান। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউট এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত।

পরবর্তীতে দেখা যায় বল ব্যাট লেগেছে। ৩৭ বলে ১৪ রান করে ফেরেন তিনি।

মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় শক্ত পুঁজি গেছে বাংলাদেশ। তিনি ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরার পর বাংলাদেশ পেয়েছে পাঁচশ ছাড়ানো সংগ্রহ। যে সংগ্রহ নিয়ে প্রথম ইনিংসে থেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

এরপর দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ২৩ রানে এক উইকেট হারিয়েছে পাকিস্তান। সবমিলিয়ে মুশফিকের দিনে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ দিন পার করেছে বাংলাদেশ।

এসএম