tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২২, ২১:৪৩ পিএম

অল্পের জন্য বেঁচে গেলেন মেসিরা


321

৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হলো আর্জেন্টিনার। বিশ্বকাপ জয় করে তবেই দেশে ফিরেছেন মেসিরা।


এবার বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়।

রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে ট্রফি নিয়ে দেশে ফেরেন খেলোয়াড়রা।

এ সময় তাদের স্বাগত জানাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে জড়ো হয় লাখো মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে গন্তব্যে রওনা হন খেলোয়াড়রা। যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলেন মেসিরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও ইএসপিএন এফসির ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

সেখানে দেখা গেছে, বাসের ছাদের ওপর বসে আছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। সমর্থকদের উল্লাসে সাড়া দিতে দিতে হঠাৎ সামনে চলে আসে তার। মনে হচ্ছিল, বিদ্যুত সংযোগের তার ছিল সেগুলো।

এ সময় দ্রুত মাথা নামিয়ে নেন মেসিসহ বাকি চারজন। তবে মাথায় সামান্য আঘাত পান পারেদেস। তার মাথার ক্যাপটি তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়। তবে শেষ মুহূর্তে সতর্ক না হলে ঘটতে পারত বড় ধরনের বিপদ।

প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের এই উদযাপনে যেন দেশের সকলেই অংশ নিতে পারে সেজন্য দেশটিতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এন