রুশ হামলা প্রতিহতে লড়াই করছে ইউক্রেন বিমানবাহিনী
Share on:
রুশ বিমান হামলা প্রতিহত করতে কঠোরভাবে লড়ছে ইউক্রেনের বিমানবাহিনী। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনী ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানায়।
রুশ বিমান হামলা প্রতিহত করতে কঠোরভাবে লড়ছে ইউক্রেনের বিমানবাহিনী। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সশস্ত্র বাহিনী ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, পূর্ব ইউক্রেনে থাকা সশস্ত্র বাহিনীর অবস্থানে রাশিয়া ‘গোলা বর্ষণ’ শুরু করেছে।
বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, কিয়েভের কাছে অবস্থিত বরিস্পিল বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশের বেশ কয়েকটি বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
‘রাশিয়ার এ হামলা প্রতিহত করার জন্য লড়ছে ইউক্রেনের বিমানবাহিনী’, বলা হয় বিবৃতিতে।
বিবৃতিতে ওদেসা শহরে রাশিয়ার প্যারাট্রুপস সম্পর্কে প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে পুতিনের এ পদক্ষেপের পর রাশিয়ার ‘পূর্ণ-মাত্রায় আক্রমণ শুরু হয়ে গেছে’ বলে জানিয়েছে ইউক্রেন।
এইচএন