tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২৫ জানুয়ারী ২০২২, ১৫:০০ পিএম

র‌্যাবকে নিষিদ্ধ করতে চিঠি, শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে না


পররাষ্ট্রমন্ত্রী.jpg

র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিলেও শান্তিরক্ষা মিশনে কোনো ‘প্রভাব পড়বে না’ বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।


র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিলেও শান্তিরক্ষা মিশনে কোনো ‘প্রভাব পড়বে না’ বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই বাছাই করে নেয়।

শান্তি মিশনে না নেয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছেন, এতে কোনো প্রভাব পড়বে না।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বর্তমান আইজিপি বেনজীর আহমদসহ র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর ধারবাহিকতায় র‌্যাবকে শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দেয় গত সপ্তাহে।

এইচএন